ছোট ছোট কত স্মৃতি আজ হাতছানি দেয়। এই পরবাসে এসে নিজের অজান্তেই চোখে জল আসে ভেবে যে কোথায় ছিলাম, আর এখন কোথায় আছি। হ্যাঁ, এটা বললে মিথ্যা বলা হবে যে বিদেশের কোন কিছুই ভাল লাগে না, শুধু থাকতে হবে বলে এখানে পড়ে আছি। বিদেশের অনেক কিছুই ভাল লাগে, ভাল লাগে এখানের নিয়মতান্ত্রিক জীবন, সিস্টেম জিনিষটাকে জেলখানা মনে হলেও মাঝে মাঝে সিস্টেম এর মাঝেও একটা ছন্দ খুঁজে পাই। যখন দেখি যে একটা কাজের জন্য সারাদিন পার করে দিতে হয় না অফিসগুলোর লাল টেপের ফাঁসে পড়ে, তখন মনের অজান্তেই মনটা ভাল হয়ে যায়। যখন দেখি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে হয়না রাস্তায়, ট্রাফিক জামে গলদ্ঘর্ম হতে হয়না, তখন বিদেশটাকে ভালই লাগে।

ফিরে যাবার পর এই বিদেশটাকে অনেক মিস্‌ করবো। নাহ্‌, স্বিকার করতে লজ্জাবোধ হয়না। কেন, হওয়াটা উচিত ছিল নাকি? কত মধুর সময় কাটিয়েছি এই পরবাসে। মুক্তির স্বাদ মনে হয় এখানে এসেই প্রথম পেয়েছিলাম। গভীর রাতে তারাভরা আকাশের নিচে একা একা কখনও হাটঁতে পারবো আগে ভাবিনি। ভাবিনি যে সাত-সমুদ্র একা একা পার হবো কখনও। অচেনা অজানা মানুষের মাঝে দিনের পর দিন কাজ করতে হবে সেটাও তো আগে ভাবিনি। সাদা, কাল, হলুদ, খয়েরি মানুষের মাঝে মিশে যাওয়াটা কঠিন হলেও যে অসম্ভব কিছুনা সেটাও জানা হতো না। জানা হতো না যে এখানে মানুষ্ কথায় কথায় Have a nice day! বলে (যদিও অনেক সময় সেটা শুধু বলার খাতিরেই বলা, গভিরতার এতটুকু ছোঁয়া থাকেনা)।

Comments