Posts

Showing posts with the label Bengali women

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

In a quest for freedom

Image
I asked around, I asked Bengali-speaking female friends and acquaintances from Bangladesh and India what they understand by the word, Freedom.  The Daily Star link When asked what freedom means to her, Ranita Ghosh Chakrabarti, an Indian American working in higher education, said, “To me, freedom is my ability to make my life’s decisions by myself. Although I will welcome suggestions and advice from family and friends, I should be able to make my own decisions without hesitation or regret. I should be the driver of my own car.”  Photo credit: Tithi Living without the fear of men eve-teasing, staring with lustful eyes, or sexually assaulting them is what many modern women understand by the word, freedom. However, “My body is mine” or “No means no” only exists in a utopian world.  Angira Nandi, who works for a Business Processing Outsourcing company in Kolkata, India, believes that financial independence is what makes a woman free. “But when her very right to safety is at stake, how can

Bangles and Bangali belles

Trambunctious rallies, elaborate spreads, music and poetry, and traditional garb...all work together to make the celebration of the Bengali New Year a truly unique one. The streets are filled with Bangali belles, elegant in their red-and-white saris, flowers in their hair, red alta on their feet, and of course, a rainbow of glass bangles adorning their wrists. This year too, our girls and women are making preparations to welcome the Bengali New Year 1413. Besides purchasing red-white saris, women are crowding places like Gausia Market, New Market, Piraan, Banglar Mela, Mayasir, Jatra, Deshal, Ideas etc to get hold of the latest bangles. The custom of wearing bangles by women is centuries old and the tradition is still going strong thanks to our fashionistas. If you want a little folk saying on bangles then know that gold bangles are believed to herald prosperity and well-being for hubby dearest. Thereby, gold bangles are usually seen on the hands of married women. However a dozen