Posts

Showing posts from March, 2016

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

Thought of the day (77)

We all have busy lives, some of us are busier than the others. We are busy with ourselves, our work, our studies, and our families. So, when you see a person taking some time, even if it’s just a minute, out of his or life to call you or to drop a line for you, consider yourself lucky. The world we live in is becoming more and more self-centered. Here, everything is becoming about me, me, and only me.

Two Strangers

They've become strangers Not strangers really.  But when they meet in public, They pretend they never met before.  They stutter, they sweat,  They shift in their seats, Escape to a different room, Or gaze at the ceiling above.  One tries to deny the presence of the other. While she carefully turns her face, He quietly lowers his head - They see each other, and yet they cannot.  Two partners can become strangers, For love is a strange thing.  It can make two enemies friends And two friends strangers for life.  It's a strange feeling to act like a stranger With someone who was once your world.  You lived, laughed and cried together, But one day, you're left with nothing - Only some awkward feelings for one another.  © Wara Karim

Thought of the day (76)

When you forgive, know that you have reached a new personal milestone. :)

Parul

I met Parul on my last trip to New York City. She is a manicurist, who works at a nail salon in Queens. This is the story of Parul, a young Bangladeshi immigrant making both ends meet in one of the biggest and busiest metropolises in the world. The Daily Star link