Posts

Showing posts from October, 2015

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

If you knew

If you knew you would die young, Would you have changed what you had planned for life? Would you have studied art instead of business? Would you have pursued music instead of medicine? Would you have left your job and become a full-time father? Write short stories instead of marketing plans? If you knew you would die young, Would you have taken that vacation to the mountains that you postponed twice before? Would you have soaked yourself in the rain every time the sky opened, If you knew you came to live in this world for only 30 years? You thought you'd live to celebrate your 70th birthday. But if you knew this thought would one day shatter into smithereens, Would you have spent more time with humans than with screens? Would you? © Wara Karim

Life...

Image
Life is both short and long - it depends on how you look at it. It seems short to people who have some goals to attain - too many things to achieve in a short span of time - they wish a day was 48 hours long, instead of just 24 hours. But life perhaps seems long to people with no clear ambition or goal to  reach - each day, they wait for the sunset time to arrive - the sooner it arrives, the better for them...  

Nature's Grand Finale (voice record)

Link:  Nature's Grand Finale A short piece composed and read out by me. 

Thought of the day (73)

You don't know where you will meet your next friend! I was at the local mall with my daughter and so was she. My daughter saw her little girl and started running... I followed. Shan and I struck a conversation as our daughters talked with each other in their own baby language. We exchanged phone numbers... that was in July. Yesterday, we attended that little girl's second birthday party. There weren't many guests - Shan's mother, her in-laws and us. We had a lovely time. Shan and her family are vegetarians - they are the only white Americans I know who are vegetarians! After coming back from Shan's house yesterday afternoon I thought of becoming a vegetarian, too! (Although I just ate both fish and meat for lunch!) But I hope to eat less meat in the future! After meeting with her, I have become more health conscious than before. I already had a habit of reading food labels, but since knowing Shan, I have been reading these labels with even greater attention! It