অভ্র

অভ্র দারুন একটি সফটওয়্যার, কি সুন্দর করে, কত অল্প সময়েই না বাংলাতে লিখতে পারি। আগে তো কখনও চিন্তাও করিনি যে বাংলাতে কখনও ব্লগিং করতে পারব। আমার মত মানুষ যারা কিনা বাংলাতে টাইপ করতে পারেনা, তাদের জন্য অভ্র একটি বেশী দারুন সফটওয়্যার। মনে হলো অভ্রকে একটা ধন্যবাদ না দিলে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে। ফেসবুকে কখনও বাংলাতে স্ট্যাটাস লিখতে পারব আগে চিন্তাও করতে পারতাম না, কিন্ত এখন পারি। নিজের ভাষায় কিছু লিখতে পারার আনন্দটা যে একেবারেই অন্যরকম সেটা অস্বীকার করি কি করে? :) ধন্যবাদ, অভ্র!

Comments

Wara Karim said…
Oh wow! Thank you so much. Maybe next time, I should try using the google transliteration. Thanks again :)