ঈদ ২০০৯
দেখতে দেখতে আবার আরেকটি কোরবানীর ঈদ চলে আসলো। কিভাবে দ্রুত সময় চলে যায়। মনে হয় এইতো সেদিন প্রবাস জীবনের প্রথম প্রাণহীন ঈদটা কাটালাম। অনেক বন্ধু জুটেনি বলে কারও সাথে দেখাও হয়নি, আড্ডা দেয়া হয়নি, হয়নি কাউকে ঈদ মুবারাক বলা। ভাবতেও অবাক লাগে যে আমার জন্য প্রবাসের ঈদ কতই না পানসে। বরের সাথে সকালে গেলাম মলে। জানি জানি অনেকেই বলবে যে মেয়েমানুষ শপিং করতে পারলেই খুশি। স্বীকার করতে আপত্তি নেই যে আমেরিকাতে শপিং করে সময় কাটাতে আমার ভালই লাগে, শপিং আমার জন্য এক ধরনের recreation এই দেশে, যেটা দেশে ছিলনা কারন দেশে সবসসময়ই করবার জন্য হাতে কোন না কোন কাজ থাকতো। না থাকলেও ফোনে কথা বলবার মানুষ ছিল, ছিল বন্ধুরা, মা, খালাতো বোনেরা। তো যাই হোক, মূল কথাতে ফেরত আসি। সকালে নাস্তা সেরে বের হলাম, উদ্দেশ্য shopping mall। আজ এখানে বছরের সবচেয়ে বড় sale ছিল, যাকে এখানের মানুষেরা বলে Black Friday. মলে গিয়ে দেখি প্রচুর মানুষ, প্রচুর জিনিষ, প্রচুর মানুষ ধুমসে্ কেনাকাটা করছে, দেখে বোঝার উপা্য় নেই যে দেশটি একটি বড় ধরনের মন্দার ভিতর দিয়ে যাচ্ছে। দেখে ভাল লাগলো, ছোট বাচ্চাগুলোকে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, ঈদ এর আগে কেনাকাটা করতে বের হলে যেমন খুব আগ্রহ নিয়ে নতুন জামা কিনতাম, অনেকটা সেইরকম।
টুকটাক কেনাকাটা করে, সপ্তাহের বাজার শেষ করে বাসায় এসে একটা ঘুম দিয়ে উঠে এখন এই ব্লগ লিখছি। একটু পর বাসায় ফোন দিয়ে কথা বলবো সবার সাথে, কি কি রান্না হবে, কখন কোরবানী হবে জানতে চাইবো, আর শুধু বলব, ইস্, আমি সব মিস্ করছি। :( :(
টুকটাক কেনাকাটা করে, সপ্তাহের বাজার শেষ করে বাসায় এসে একটা ঘুম দিয়ে উঠে এখন এই ব্লগ লিখছি। একটু পর বাসায় ফোন দিয়ে কথা বলবো সবার সাথে, কি কি রান্না হবে, কখন কোরবানী হবে জানতে চাইবো, আর শুধু বলব, ইস্, আমি সব মিস্ করছি। :( :(


Comments