জীবন পাতা
জীবন যদি একটি পাতা হয়
আমি চাইব ঝিরঝিরে হাওয়া
প্রতি মুহূর্ত আমাকে ঘিরে থাকুক।
বসন্তের মৃদুমন্দ বাতাসে
আমি দেখব নীলিমা,
দেখব নদী, ফুল, মাঠ।
জীবন যদি একটি পাতা হয়,
চাইব হতে মস্ত কোন বৃক্ষের পল্লব,
বাঁচব আমি ভূমি হতে অনেক উঁচুতে
কিন্তু আকাশ থেকে খুব দূরে নয়।
আমি চাইব ঝিরঝিরে হাওয়া
প্রতি মুহূর্ত আমাকে ঘিরে থাকুক।
বসন্তের মৃদুমন্দ বাতাসে
আমি দেখব নীলিমা,
দেখব নদী, ফুল, মাঠ।
জীবন যদি একটি পাতা হয়,
চাইব হতে মস্ত কোন বৃক্ষের পল্লব,
বাঁচব আমি ভূমি হতে অনেক উঁচুতে
কিন্তু আকাশ থেকে খুব দূরে নয়।


Comments