Thought of the day (79)

কোন বিচিত্র কারণে আমার মেয়ের জন্য ভাত নিলে সে ভাতের পরিমাণ মিনিটে মিনিটে বাড়তে থাকে। আমার চোখের সামনে আমি দেখতে পাই প্লেটের ভাত বাড়তে শুরু করেছে। এক মুঠ ভাত হয়ে যায় দুই মুঠ, দুই মুঠ হয়ে যায় তিন মুঠ। মানুষও যে জাবর কাটতে জানে তার প্রমাণ শিশুরা। এক নলা ভাত পুরোপুরি গিলতে তাদের আট থেকে দশ মিনিট সময় লেগে যায়। 

Comments