A Bengali poem on mother
ভয় পেয়ে যখন আমি
মা, মা বলে ডাকি,
মা তো আমার কয়না কথা
মা দিয়েছে ফাঁকি৷
মাকে ছোঁব ভেবে আমি
হাত বাড়িয়ে দেই,
বুকের ভিতর কে যেন কয়,
কোথায়? মা তো তোমার নেই!
মা যে আমার চলে গেছে
না ফেরার এক দেশে,
মা'কে ছাড়া জীবন গড়ায়
দিন পেরিয়ে মাসে৷
সবাই বলে মা নাকি আজ
দূর আকাশের তারা!
তারা নাকি ওরাই হয়
যাচ্ছে ছেড়ে যারা৷
© Wara Karim


Comments