Thought of the day (66)

কিছু মানুষ হচ্ছে কচ্ছপের মতন। তারা ভালবেসে আপনাকে এমন কামড় দিবে যে আপনি কিছুতেই ঐ কামড় থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। হাত-ঠ্যাং শরীর দেখে আলাদা হয়ে যাবে যদি মুক্ত হবার চেষ্টা করেন! আমি ভাগ্যবতী আমার জীবনে বেশ ক'জন কচ্ছপ স্বভাবের মানুষ আছে। যদিও আমি মাঝেমাঝে চেষ্টা করি নিজেকে মুক্ত করবার কিন্তু পঙ্গু হয়ে যাবার ভয়ে বেশি দূর এগুতে পারিনা। *Photo taken at Smithsonian's National Zoo.

Comments