শুভ নববর্য!

কিভাবে দিন চলে যায়! ১৪২২ সাল চলে এলো! আমার ১৪০০ সালের কথা প্রতি বছর এই সময়টাতে মনে পড়ে। সেবার আব্বু আমাকে আর আমার ভাইকে রমনা বটমূলে নিয়ে গিয়েছিল। প্রতি বছর পহেলা বৈশাখ পালন করা হলেও ঐ একবারই যাওয়া হয়েছিল রমনাতে গান শুনতে আর চারুকলার ছেলেমেয়েদের মঙ্গল শোভাযাত্রা দেখতে। কি যে গরম আর ভীড় ছিল সেদিন! রিক্সা করে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরেছিলাম।

সময় কত দ্রুত চলে যায়... ২২ বছর কম কথা নয়। ২২ বছরে কত কিছুই পাল্টে গেছে আমাদের জীবনের। কিন্তু স্মৃতিগুলো এখনও সবুজ এবং সতেজ। স্মৃতির সেই ছোট্ট আমি ছোট্টটিই রয়ে গেছি, এতটুকুও বড় হইনি।

সবাইকে নববর্যের অনেক অনেক শুভেচ্ছা! 

Comments