Happy Independence Day, Bangladesh!


সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।"
এসব বিশেষ বিশেষ দিনগুলো দেশের বাইরে খুব মিস্‌ করি। দিনভর দেশাত্মবোধক গান শোনা, ফেসবুকের ডিপি, সিপি পাল্টানোর মধ্যেই বেশিরভাগ সময় সীমাবধ্য থাকে। তাতে কি? নিজের দেশ, নিজের মাতৃভূমি তো আমরা হৃদয়ে লালন করি, পৃথিবীর যেখানেই থাকি না কেন হৃদয়ে সবসময় বাংলাদেশ।

Happy Independence Day to Bangladeshis across the world. Let's keep our country and our martyrs in our prayers.

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না।
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে।
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে।
আমরা তোমাদের ভুলব না।

Ek Sagor Rokter Binimoye

Comments