বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

The "Like" Button


Facebook's "Like" button seems to me one of the smartest virtual inventions of recent times. It has  saved its users' time and the trouble that they used to take in the past to comment on a photo, status or post. Today, a click on the "Like" button is enough to convey your feeling toward a post, but really?

These days people "like" anything and everything. If you "like" my photo, I will "like" your next photo, even if you look like a lost witch in that picture. It is a give-and-take virtual relationship that people seem to have established on the Internet.

Although the "Like" button saves us time and energy but I still like the old Facebook more, where if someone really liked your photo they had to scribble at least one word - pretty, beautiful, nice, sweet, hot or whatever - to express their feeling. Today, the click on the "Like" button does not really convey a friend's feeling - you will never know if your friend thought you looked "pretty" or plain "sweet." Your time spent on photo-editing applications and websites literally went down the drain, if your friend thought you merely looked "nice" and not "gorgeous," the adjective that would have satisfied you.

Jokes apart, I think the "Like" button has made us impulsive. We "like" anything and everything on Facebook now. I have seen posts with 100+ "likes." How many from these 100 people would have bothered to respond to your post if there were no "like" button? My conviction is, not too many. Writing a short or a lengthy comment takes time and energy after all.

This is a busy world, we are busy at work and home. We have hundreds of friends, most of whom are on Facebook but are friends (!) nonetheless. It is not easy to connect with everyone so Facebook just invented a "Like" button to help us let our friends know that we like them and care for their photos and posts - whether we really do is a different story of course...!















Comments

Popular posts from this blog

A personal journey through the captivating landscape of Bengali literature

Cashmere: Soft, luxurious, sought-after

January Blues