Posts

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

Clicks of Brooklyn Bridge

Image
Built in 1883, Brooklyn is one of the major tourist attractions of New York City. It's also one of my most favorite places and constructions in NYC. On a breezy summer day, this bridge looks gorgeous!

Standing on my veranda

From my veranda I was watching the sun set On one cloudless, balmy evening.  I saw a flock of geese fly by Their flight calls shattering the silence  Of the quiet August night.  Then a black shroud gently covered the foliage The way a mother bird covers her hatchlings To protect and keep them warm. Sitting under the wings of the night The flowers thoughts of the night and bees: Oh, when will this night be over? Standing on my veranda at the end of the day, I, too, thought the same.  I thought of a breezy morning  When the birds of all kinds sing and chirp And the flowers sway softly. Even though the moon's beautiful and the stars pretty Nature perhaps looks her best Under the splendid sun. The trees, birds, rivers and mountains tell the mankind How uncannily gorgeous they all can be! © Wara Karim

Inside a Tulip

Image
"Look deep into nature and you will understand everything better." Location: Washington, DC

When They Held Hands

When they held hands, The Atlantic sent luminous waves To its vast and sandy shore. When they held hands, The robins danced and chirped In the rainforest of Amazon. When they held hands, The sun peeked through the clouds And illuminated a dull afternoon. When they held hands, A shooting star ran across the sky, Calling people to make a wish. When they held hands, The dandelions swayed in soft breeze And played with the green grass. © Wara Karim 

Love Thyself

When a dream slips through fingers, Love yourself. When a person you love leaves you, Love yourself. When the road to success seems never-ending, Love yourself. When happiness becomes a mirage, Love yourself. Love yourself, because you know yourself Like no one else does. Love yourself, because to love others You need to love yourself. Remind yourself that you're unique - That there's no one like you, And there will never be one. Stand in the rain, stand atop a mountain, Stand on a sandy beach, or an open field, And love yourself, and tell yourself That you'll love yourself even when nobody else will. By Wara Karim

A pair of rainbows from my kitchen window

Image
Date: April 7, 2016