Posts

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

Thought of the day (10)

I live in a world, where I file my nails a day after I clip them. *Guys may not understand what I am talking about, girls certainly will.

Thought of the day (9)

The problem with taking photos with babies is you look older than you generally do.

Thought of the day (8)

Clipping my nails is a luxury, clipping my baby's nails is a necessity - tale of a mother.

Realization of the day

Some people do not know how to dispose of gas balloons. I went to throw the garbage and a gas balloon with "Happy Birthday" written on it came floating toward me from the trash chute. Freaky!

A test of patience

Patience is a virtue. It certainly is but if you are a mother then you know that passing a test of patience is not easy, not at all. My daughter is my instructor for the course Patience 101. She tests me on my patience level several times each week. Most of the time, I pass with flying colors. But then there are times when I fail. On those days I remind myself that failure is THE pillar of success.  I lose my patience with my child when she refuses to let me eat peacefully. She wants a bite of everything that I eat. It is normal but I feel stressed out when she won't eat the food but bring out the half-chewed food from her mouth and rub it against the floor. Sometimes, she will just bring out the food remains from her mouth and give it to me.  I lose patience and sometimes scream when she does not let me write or work on the computer. She will want to sit on my lap and when I take her on my lap, she wants to be down on the floor again. When this cycle repeats itself a

Thought of the day (7)

Happiness in life comes from small things. For instance, when a friend sends you a song and tells you that it reminded her of you. Or, when a friend sings for you on the phone. Or, when a friend calls you innocent (although now I am not sure if it came as a compliment or an alert!). Or, when a friend comes from a different state just to spend a few days with you. Happiness in life comes from small things...